শিরোনাম
◈ এ‌শিয়া কাপে পাকিস্তানকে গু‌ড়ি‌য়ে দি‌লো ভারত, ম‌্যাচ জিত‌লো ৭ উই‌কে‌টে  ◈ বিশ্ব অ্যাথলেটিক্সে দ্রুততম মানব জ‌্যামাইকার অব‌লিক সেভিল ◈ পদ্মা সেতুতে সোমবার থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ ◈ বিশ্ববাসীর প্রতি ইসরাইলকে শাস্তি দিতে আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: টি-টো‌য়ে‌ন্টি‌তে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সটা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সবশেষ ৯ ম্যাচে জয়ের দেখা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল। এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। মেয়েদের বার্ষিক টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে তারা।

শুক্রবার টি-টুয়েন্টির বার্ষিক দলীয় র‌্যাঙ্কিং প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। জ্যোতির দলের রেটিং পয়েন্ট ১৯২। এক ধাপ এগিয়ে ১৯৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।

এবারের র‌্যাঙ্কিং হালনাগাদের জন্য ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে ৫০ শতাংশ এবং এর পরের এক বছরের ম্যাচগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। 

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ৩৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ১৩টিতে। এই সময় সমান ম্যাচ খেলা আইরিশদের জয় ২০টিতে। পরের এক বছরে ১৭ ম্যাচে বাংলাদেশের জয় কেবল তিনটিতে। ১০ ম্যাচে আয়ারল্যান্ডের জয় সাতটিতে।

গত ডিসেম্বরে এই ফরম্যাটে দুই দলের সবশেষ মুখোমুখি দেখায় বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে আয়াল্যান্ড।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট স্থানে কোনো পরিবর্তন হয়নি। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৭৯। ২৬০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ভারত। টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের অবস্থান চার নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়