শিরোনাম
◈ ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান ◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে সবজি চাষে বিতর্কিত জয়া আহসান (ভিডিও)

অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মফেয়ারে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে জামদানি শাড়ি দুতি স্টাইলে পরিধান করেই সমালোচনা, কটাক্ষের মুখে পড়েন জয়া। তার বিরুদ্ধে অশ্লিলতার অভিযোগ তোলেন অনেকে।

সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন জয়া। তবে এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্ন কাজে ব্যস্ত রেখে জানান দিলেন, শহুরে জাঁকজমক থেকে বের হয়ে প্রকৃতিকে নিয়েও সঙ্গ দেওয়া উচিৎ।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে হঠাৎ একটি রিলস ভিডিওতে চোখ আটকে যায় নেটিজেনদের। সেখানে জয়াকে দেখা মেলে ভিন্নভাবে। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে; সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা মেলে। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও। তবে ছবিটি ভারতের বলে অনেকে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ লিখেছেন বয়স হয়েছে হাতে কাজ নেই তাই সেখানে সবজি চাষ শুরু করেছেন জয়া।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়