স্পোর্টস ডেস্ক: শক্তিধর দলটির বেহাল অবস্থা, অনেক লড়াই করেও আর্সেনাল কিনারা খুঁজে পেলো না, ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে তারা। এই হারে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগ সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল উত্তর লন্ডনের ক্লাবটি।
শনিবার (৪ মে) ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথকে আতিথ্য দেয় গানার্স। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। ম্যাচের ৩৪ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ডেক্লান রাইস। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় মিকেল আর্তেতার শিষ্যরা।
বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। ম্যাচের ৬৭তম মিনিটে হাউসেনের হেডে সমতা ফেরে বোর্নমাউথ। ৭৫তম মিনিটে এভানিলসনের গোলে লিড নেয় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ।