স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত লড়াই হয়েছে দুই দলের মধ্যে, স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সেলোনা শুরুতে গোল হজম করলেও শেষ পর্যন্ত ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান বাড়ালো কাতালান জায়ান্টরা।
সাত মাস পর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা বার্সা কিপার স্টেগেনকে শুরুতেই পরীক্ষা ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৬ মিনিটেই ভায়াদোলিদকে লিড এনে দেন রাউল।
গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বার্সার আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল ভায়াদোলিদের রক্ষণে। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
দ্বিতীয়ার্ধে বাড়ে বার্সার আক্রমণের ধার। ম্যাচের ৫৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনিয়া। এর ছয় মিনিট পর চমৎকার গোলে দলকে এগিয়ে নেন লোপেস। এরপর আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের দল।