শিরোনাম
◈ যুদ্ধ বাঁধলে কী করবেন নাগরিকরা, বুধবার ভারতজুড়ে মহড়া ◈ তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ভাইরাল কন্যা সিঁথি এবার আসিফ আকবরের গানে

কোটা আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। এছাড়াও সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে না ভূমিকায়। ফলে ফারজানা সিঁথি এ সময়ের ভাইরাল কন্যা। তাকে এবার মিউজিক ভিডিওটে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।

গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার,  তুমি আমার এ পৃথিবী,  তুমি ছাডা আজ সব অচেনা। 

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা।  কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)
আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা" গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট।  গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

ভিডিওটি দেখে গতরাতে ঘুমাতে পারেনি অনেকে!ভিডিওটি দেখে গতরাতে ঘুমাতে পারেনি অনেকে!

তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ। 

গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়