শিরোনাম

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে 

স্পোর্টস ডেস্ক: অবসান হ‌তে যা‌চ্ছে পাঁচবা‌রের বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন ঘিরে সকল জ‌টিলতার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় দলের নতুন প্রধান কোচের নাম প্রকাশ করা হবে, যা ব্রাজিলীয় ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

সিবিএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো ব্রাজিলিয়ান স্পোর্টস চ্যানেল স্পোরটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় স্বার্থে একটি গুরুতর ও সম্মানজনক দায়িত্ব। আমরা আগামী সপ্তাহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে চাই।

--- কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ? ---

সবার আগ্রহের কেন্দ্রে আছেন কার্লো আনচেলোত্তি—ইতালিয়ান কোচ এবং বর্তমান রিয়াল মাদ্রিদ বস। আনচেলোত্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে সিবিএফ।

তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, রিয়াল মাদ্রিদ তার সম্ভাব্য বিদায়ের সময় ও আর্থিক শর্ত নিয়ে অখুশি, ফলে এই ট্রান্সফার এখন খানিকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। রিয়াল মাদ্রিদের লা লিগার ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত সিবিএফ বিষয়টি নিয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

লা লিগা টাইটেল রেসে বার্সেলোনা এগিয়ে রয়েছে ৪ পয়েন্টে, আর চারটি ম্যাচ বাকি রয়েছে। ফলে ১৫ মে’র আগে আনচেলোত্তির বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

---- বিকল্প ভাবনায় হোর্হে জেসুস----

আনচেলোত্তির সম্ভাব্য অনুপস্থিতিতে সিবিএফ-এর পরিকল্পনায় রয়েছেন হোর্হে জেসুস। ৭০ বছর বয়সী পর্তুগিজ কোচ সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর এখন ফ্রি এজেন্ট। ২০১৯ সালে ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জেতানো এই কোচকে ব্রাজিলে বেশ সম্মান দেওয়া হয়। তাই তাকেও একটি সম্ভাব্য ‘প্ল্যান বি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিবিএফ-এর লক্ষ্য, ২৬ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে একজন স্থায়ী কোচ নিশ্চিত করা। জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়