শিরোনাম
◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন ◈ পানগুছি–বলেশ্বরের রূপালি ইলিশে জেলেপল্লীতে উৎসব, নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ◈ ভারতে লুকিয়ে থাকা আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে যেভাবে ধরলো এফবিআই ◈ উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস (ভিডিও) ◈ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা: ডাকসু নির্বাচন ◈ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান শেখ হাসিনা, দিলেন আসন্ন নির্বাচন নিয়ে নতুন ফর্মুলা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

ডাকসু নির্বাচন নিয়ে গরম রাজনীতি, নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন দাবি

মহসিন কবির: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছে। কে হচ্ছে ভিপি-জিএস?। নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো। ইতোমধ্যে বিভিন্ন দল ও সতন্ত্রভাবে অনেকে প্রার্থী হয়েছে। মনোনয়ন জমা নিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেলের নাম ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। যার নাম দিয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এক সংবাদ সম্মেলনে প্যানেলের নাম ঘোষণা করেন তিনি।

এ সময় উমামা জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল গড়তে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেত্রী উমামা।
  
৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ।

প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জুলাই আন্দোলনে নিহত ফারহান ফাইয়াজের বাবা আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী দিয়েছে বাগছাস। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি খালি রাখা হয়েছে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে। এ পদে ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী তন্বী। যদিও তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন করছেন না, তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাগছাসসহ আরও কয়েকটি সংগঠন।

প্যানেলের অন্যান্য প্রার্থী যারা- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক: মোহাম্মদ সাকিব

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক: আলামিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইসমাইল হোসেন রুদ্র

সমাজসেবা সম্পাদক: মহির আলম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: রেজোয়ান আহমেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ, মানবাধিকার ও আইন সম্পাদক: আনিকা তাহসিনা

সদস্য পদে প্রার্থী যারা- মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে ভিপি এবং মাহিন সরকারকে জিএস প্রার্থী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্যানেল ঘোষণা করা হয়।

 এ সময় জিএস পদপ্রার্থী মাহিন সরকার বলেন, অবাস্তব কিংবা কাল্পনিক ইশতেহার নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার ঘোষণা করবে সমন্বিত শিক্ষার্থী সংসদ।
 
তিনি আরও বলেন, এই প্যানেল কোনো মন্ত্রিপাড়ার না, লন্ডন থেকে আসেনি, এটা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্যানেল। মাহিন বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে উন্মুক্ত বাক স্বাধীনতার সূচনা হয়েছিল। আর ৫ আগস্টের পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে সহসভাপতি (ভিপি), কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক (জিএস) ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাবির ১৮টি হলে ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেল প্রকাশ করে সংগঠনটি। 

হলগুলোর প্যানেল যারা আছেন-

কবি জসীমউদ্দীন হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. আব্দুল ওহেদ, সাধারণ সম্পাদক: সিফাত ইবনে আমিন, সহকারী সাধারণ সম্পাদক: মোহতাসিম বিল্লাহ হিমেল সাহিত্য সম্পাদক: রাফি আহম্মেদ উৎস, সংস্কৃতি সম্পাদক: মো. মুনতাসির, পাঠকক্ষ সম্পাদক: সাফায়াত আহসান, ইনডোর গেমস সম্পাদক: তানজিম সাকিব, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আদিল মাহমুদ, সমাজসেবা সম্পাদক: আরিয়ান চৌধুরী,  সদস্য: হৃদয় ভূঁইয়া, মোহাম্মদ হাসান, মো. তানজিউর রহমান (হিশাম)  ও নাহিদুল আলম।

মাস্টারদা সূর্যসেন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক : লিয়ন মোল্যা, সহকারী সাধারণ সম্পাদক: সামিউল আমিন গালিব, সাহিত্য সম্পাদক: সিদরাতুল মুনতাহা আলিফ, সংস্কৃতি সম্পাদক: সাব্বির হাসান, পাঠকক্ষ সম্পাদক: শাকিল আহাম্মেদ, ইনডোর গেমস সম্পাদক: নাজিম উদ্দিন, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: শাদমান সাকিব, সমাজসেবা সম্পাদক: শিপন মিয়া, সদস্য: লিমন মেজর লিংকন, মো. সুমন হোসাইন, জাওয়াদ আহমেদ শিকদার ও যুহাম পাশা।

বিজয় একাত্তর হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাকিব বিশ্বাস, সহকারী সাধারণ সম্পাদক: সুলতান মো. সাদমান সিদ্দীক, সাহিত্য সম্পাদক: মাহফুজুর রহমান,  সংস্কৃতি সম্পাদক: মুহাম্মদ ইকবাল মাহমুদ, পাঠকক্ষ সম্পাদক: মোস্তাফিজুর রহমান পলাশ, ইনডোর গেমস সম্পাদক: শাহরিয়ার ইসলাম হৃদয়, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: ফাহিম আহমেদ, সমাজসেবা সম্পাদক: ইমতিয়াজ রনি, সদস্য: আহনাফ আহমেদ রাফি, সাঈদ হাসান সাদ, সোলায়মান হোসেন রবি ও মো. তাহমিদ মুবিন রাতুল।

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আবুজার গিফারী ইফাত, সাধারণ সম্পাদক : মহিবুল ইসলাম আকন্দ, সহকারী সাধারণ সম্পাদক: মো. তানভীর আহমেদ জিয়াম, সাহিত্য সম্পাদক: ইফতেখার হাসনাত ইফতি, সংস্কৃতি সম্পাদক: শাহজালাল বারী, পাঠকক্ষ সম্পাদক: মাসুম রানা, ইনডোর গেমস সম্পাদক: জাওয়াদ সাব্বির চৌধুরী মুগ্ধ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: নাদিম মাহমুদ শিহাব, সমাজসেবা সম্পাদক: সাজ্জাদ হোসাইন রবিন, সদস্য: গাজী মো. ওমর ফারুক, মাহির ইবনে ওমর, আব্দুল্লাহ ও ইলহাম তাইয়েব খন্দকার জারিফ।

শেখ মুজিবুর রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: সাইফ আল ইসলাম দীপ, সাধারণ সম্পাদক : রিনভী মোশাররফ, সহকারী সাধারণ সম্পাদক: মো. আব্দুল্লাহ আজীম, সাহিত্য সম্পাদক : মো. শাহিনুর ইসলাম শাহিন, সংস্কৃতি সম্পাদক: সাদমান সাকিব শাওন, পাঠকক্ষ সম্পাদক: নাফি বিন মামুন, ইনডোর গেমস সম্পাদক: আনোয়ারুল হোসাইন, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান, সমাজসেবা সম্পাদক: মো. তৌহিদুর রহমান তাহসিন, সদস্য: রেজোয়ান মাহমুদ ফারুকী, রিজভী আহমেদ, সাজ্জাদ হোসেন ও  মো. ফয়সাল হোসেন।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. ইমন মিয়া, সাধারণ সম্পাদক: তাওহিদুল ইসলাম তাইমুন, সহকারী সাধারণ সম্পাদক: সৈয়দ ইয়ানাথ ইসলাম, সাহিত্য সম্পাদক: মো. সৈকত হোসেন, সংস্কৃতি সম্পাদক: রাকিবুল হাসান, পাঠকক্ষ সম্পাদক: মো. মাহফুজ আলী, ইনডোর গেমস সম্পাদক: মেহেদী হাসান রিফাত, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মো. সবুজ আহমেদ, সমাজসেবা সম্পাদক: মো. মোজাম্মেল হক, সদস্য: মো. মাহিন আকন্দ, সাইমুম খান রাদিল, মো. আহরাফ খান ও  মুনতাসির মিছবা অহন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: হাসিবুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক ৪ নাজমুস সাকিব, সহকারী সাধারণ সম্পাদক: হুমায়ন কবীর, সাহিত্য সম্পাদক সিয়াম ইবনে সুলতান মিরাজ ও সংস্কৃতি সম্পাদক: মো. অন্তর সেখ, পাঠকক্ষ সম্পাদক: আশিকুর রহমান, ইনডোর গেমস সম্পাদক: সাঈফ আলী শিথিল, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: হারুনুর রশিদ, সমাজসেবা সম্পাদক: মো. মুজাহিদুল ইসলাম সরকার, সদস্য: মো. সানিন সাইদ, নাজমুস সাকিব খান, হাসিবুল আলম তাহিন ও জাহিদ হাসান রাসেল।

স্যার এ এফ রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক: কাওসার হামিদ, সহকারী সাধারণ সম্পাদক: মো. মাহদীজ্জামান জ্যোতি, সাহিত্য সম্পাদক: তাওহিদুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: মোহাম্মদ মুবিন, পাঠকক্ষ সম্পাদক:ফারহান শাহরিয়ার চৌধুরী, ইনডোর গেমস সম্পাদক: শাহরিয়ার তানজিল, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আলামিন মিয়া, সমাজসেবা সম্পাদক: মো. মাসুম বিল্লাহ, সদস্য: মো. মেহেদী হাসান শিমুল, শাহারিয়া হোসেন জয়, মো. নাজমুল হাছান ও  মুতাসিম বিল্লাহ রাযিন তকী।

জগন্নাথ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: পল্লব চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক: সত্যজিৎ দাস, সহকারী সাধারণ সম্পাদক: প্রসেনজিৎ বিশ্বাস, সাহিত্য সম্পাদক : ঝলক দাস, সংস্কৃতি সম্পাদক: বাঁধন চন্দ্র রায়, পাঠকক্ষ সম্পাদক : চিন্ময় রায় শুভ, ইনডোর গেমস সম্পাদক: সুদীপ্ত রায় অনিরুদ্ধ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: সাম্য চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক: দুর্জয় চন্দ্র রায়, সদস্য: ধ্রুব রায়, নিলয় কুমার গুপ্ত, প্রতীক কুমার নন্দী ও লিখন রায়।

ফজলুল হক মুসলিম হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক: হারুন খান সোহেল, সহকারী সাধারণ সম্পাদক: রাজু চৌধুরী, সাহিত্য সম্পাদক : জাহিদুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: ফুয়াদ আল নাসের সিয়াম, পাঠকক্ষ সম্পাদক: সরফরাজ হোসেন ইউসুফ শিপন, ইনডোর গেমস সম্পাদক: জাবের আল হাসান পার্থ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক: মো. সোহেল, সদস্য: তীব্র হোসেন আবু সাঈদ, তাহমিদ আল রহমান দিগন্ত, ফারদিন হাওলাদার ও হামিম তাসরিফ আবির।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: আশিকুর রহমান, সাধারণ সম্পাদক: রবিউল ইসলাম নাহিদ, সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ জুনায়েদ আবরার, সাহিত্য সম্পাদক: মো. হাদিউল ইসলাম, সংস্কৃতি সম্পাদক: শাবাব আশফাক পরশ, পাঠকক্ষ সম্পাদক: সোহানুর রহমান সোহান, ইনডোর গেমস সম্পাদক: নূর মোহাম্মদ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: সিফাত খান, সমাজসেবা সম্পাদক: ওয়ালিউর রহমান, সদস্য: মো. আতিক মোসাদ্দিক জিহাদ, মো. তানজিল, আলী হোসেন ও মো: মইনুল হোসেন সামিম।

অমর একুশে হল সংসদে বিভিন্ন পদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক : শাহনোমান জিওন, সহকারী সাধারণ সম্পাদক: নূরুল আমিন তায়েব, সাহিত্য সম্পাদক : নাজমুল কাদের, সংস্কৃতি সম্পাদক: নাহিদ হোসাইন, পাঠকক্ষ সম্পাদক : আতিকুর রহমান বিপ্লব, ইনডোর গেমস সম্পাদক: রাফি আহমেদ, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মোস্তাফিজুর রহমান রিফাত, সমাজসেবা সম্পাদক: নাফিউল হাসান তালুকদার, সদস্য: কোরবান আলী, মোসাদ্দেক আলী, মবিন মিয়া ও মাহাদী হাসান সানিম।

শামসুন নাহার হল সংসদে ৫ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: তায়েবা হাসান বিথী, সাধারণ সম্পাদক: রাবেয়া খানম জেরিন, সংস্কৃতি সম্পাদক: সোহাগী জাহান, পাঠকক্ষ সম্পাদক: লামিয়া আক্তার লিমা ও সদস্য: নওরীন আলম।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ৬ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: সাদিয়া রশিদ (চাঁদনী), সাধারণ সম্পাদক: মালিহা বিনতে খান (অবন্তী), সহকারী সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস (ইতি), সাহিত্য সম্পাদক: সুমাইয়া আলম (লিরা), ইনডোর গেমস সম্পাদক: মাইশা মাহজাবীন (মেধা) ও সমাজসেবা সম্পাদক: এশা রহমান।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: শারমিন খান, সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস পুতুল ও সমাজসেবা সম্পাদক: জেবিন মুস্তারী।

কবি সুফিয়া কামাল হল সংসদের ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে প্যানেলে আছেন- সহ-সভাপতি: তাসনিয়া জান্নাত চৌধুরী, সাধারণ সম্পাদক: তাওহিদা সুলতানা, সহকারী সাধারণ সম্পাদক: জাকিয়া সুলতানা আলো, সাহিত্য সম্পাদক: ইশিতা জাহান অর্না, সংস্কৃতি সম্পাদক: দেবজ্যোতি সিঁথি, পাঠকক্ষ সম্পাদক: বদরুন নাহার, ইনডোর গেমস সম্পাদক: তামিমা সিদ্দিক, সমাজসেবা সম্পাদক: তৃপ্তি পাল ও সদস্য: জ্যোতি রায়।

রোকেয়া হল সংসদের ১২ সদস্যের প্যানেলে আছেন- সহ-সভাপতি: মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক: আনিকা বিনতে আশরাফ, সহকারী সাধারণ সম্পাদক: শ্রাবন্তী হাসান বন্যা, সাহিত্য সম্পাদক : নিসর্গ সেবা, সংস্কৃতি সম্পাদক: শরিফা ইসলাম সূচনা, পাঠকক্ষ সম্পাদক : সাকিবা সুলতানা বন্যা, ইনডোর গেমস সম্পাদক: সাদিয়া আফরিন এ্যানি, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: মেহনাজ রহমান নিসফা, সমাজসেবা সম্পাদক: অর্পিতা সাহা, সদস্য: আফিয়া আতিকা, জান্নাতুল ফেরদৌসী জুঁই ও শেখ শাম্মী আক্তার।

এদিকে সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থীতা ঘোষণা করে।  এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেওয়া হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির ঢাবির ১৮টি হলে ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেল প্রকাশ করে সংগঠনটি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ২৮ সদস্যের এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।

শিবিরের প্যানেল:  সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি)। সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি)। সহ-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন খান (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক)। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ)। 

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)। ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন। 

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান,  ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ,  মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি প্রার্থী হিসেবে ছাত্র-সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাবির নবাব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি। প্যানেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনকে জিএস ও রাকিবুল ইসলামকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া সংগঠনটির প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব ও ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমনের নাম রয়েছে।

দলটির ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা চেষ্টা করেছি সব ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করতে। আমরা আগেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি। ডাকসুর মাধ্যমে ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছয় দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। ১৮ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।

এ সময় সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ শেষে ছয় দফা দাবি উত্থাপন করেন মেঘমল্লার।

ছাত্র ইউনিয়নের ছয় দাবি: 
১. অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত সবার তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সব নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।

২. জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্রহত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীলদলের শিক্ষকদের বিবিধ হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।

৩. রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম-নীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।

শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এদিকে, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়