৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও ২০২৫) চার ইরানি শিক্ষার্থী তিনটি স্বর্ণপদক এবং একটি রৌপ্য পদক জিতেছে। মোট ৪টি পদক নিয়ে ৮১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশটির শিক্ষার্থীরা। গত বছর ২০২৪ সালে ফারসি স্কোয়াড প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।
সংবাদ মাধ্যম প্যানা জানিয়েছে, ১৯ থেকে ২৭ জুলাই ফিলিপাইনের কুইজন সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানের সিয়াভাশ পেজেশপুর, আলী সোলেইমানজাদে কালাহরুদি এবং আলী-আকবর নুরুল্লাহি স্বর্ণপদক জিতেছেন।অন্যদিকে, রাদিন বায়ানি রৌপ্য পদক জিতেছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্বের শীর্ষস্থানীয় জীববিজ্ঞান প্রতিযোগিতায় এই বছর ৮১টি দেশ ও অঞ্চল থেকে ৮১টি প্রতিনিধি দল (৩টি পর্যবেক্ষক প্রতিনিধিদল সহ) এবং মোট ২৯৮ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীরা জীববিজ্ঞানের ক্ষেত্রে ধারাবাহিক তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়।
এরআগে আইবিএ-এর ৩৫তম পর্ব ২০২৪ সালে কাজাখস্তানের আস্তানায় ৭ থেকে ১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। ইরানি শিক্ষার্থীরা দুটি স্বর্ণপদক এবং দুটি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস