শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ১২:৫২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসির ফলাফল প্রকাশ ১০ জুলাই

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে। 

সোমবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

এর আগে, নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। ২৫ মে থেকে ফল তৈরির কাজ শুরু হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন হয়ে নম্বর আসা শুরু হয়েছে। জুলাই মাসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কর্মযজ্ঞ চলছে। 

শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রকৃত ফলাফল প্রকাশে সময়সূচিতে সামান্য সামঞ্জস্য থাকতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ও বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে। পরবর্তীকালে পুনর্মূল্যায়নের আবেদনও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ এপ্রিল থেকে শুরু হয়ে, তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ২২ মে পর্যন্ত কার্যক্রম চলেছে। এবার প্রায় ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়