শিরোনাম
◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত ◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার, আগের বছরের তুলনায় বৃদ্ধি ২৩%

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ১০৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২১.৫০ টাকা হিসাবে)। এই সংখ্যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। আজ রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাই মাস) এসেছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ে তুলনায় ৫৬ কোটি ৪১ লাখ ডলার বা প্রায় ৬ হাজার ৮৮২ কোটি টাকা বেশি এসেছে।

যদিও এর আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার। আগের বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ লাখ ৩৭ লাখ ৭০ হাজার ডলার।

নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের গড় প্রতিমাসের চেয়েও কম প্রবাসী আয় এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রতি মাসে গড় প্রবাসী আয় আসে ২২৫২ কোটি ৭৪ লাখ ৮৩৩ ডলার। আর পুরো বছরে আসে ৩ হাজার ৩২ কোটি ৮৮ লাখ ১০ হাজার ডলার। এ হিসাবে চলতি বছরের জুলাই মাসে আগের বছরের ১২ মাসের গড় প্রবাসী আয়ের চেয়েও কম প্রবাসী আয় এসেছে।

জুলাই মাসের প্রবাসী আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়