শিরোনাম
◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ১ শতাংশ নির্ধারণ

রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ১ শতাংশ নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এপ্রিলে এই পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ।

জুলাই এবং আগস্ট মাসে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এসব কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।

এডিবি জানিয়েছে, সাম্প্রতিক বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে দেশের সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বেসরকারি বিনিয়োগ কমে যাওয়া এবং রাজস্ব আদায় কম থাকায় এডিবি মনে করছে যে, বাংলাদেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন। রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি, সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ। 

বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হবে। কিন্তু এডিবি তার পূর্বাভাস আরো কমিয়ে ৫ দশমিক ১ শতাংশে নিয়ে এসেছে। এর মূল কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি, এবং বৈদেশিক বাণিজ্যের ধীরগতি উল্লেখ করেছে সংস্থাটি। চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়