শিরোনাম
◈ উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনে উত্তপ্ত বিতর্ক-উত্তেজনা, ‘দুঃখিত’ বলার পর শান্ত হলেন এনসিপি নেতারা ◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংকে ৫ কোটি টাকা ফ্রিজ ◈ অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করার সময় এসেছে ◈ মৌলভীবাজারে দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বিএসই‌সির ২১ কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহা. রশীদুল আলম, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান, উপপরিচালক কাজী মো. আল ইসলাম, উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. জনি হোসেন, সহকারী পরিচালক মো. রায়হান কবির, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ও ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ ।

মামলার আসামির বাইরে আরো যে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. নানু ভূঁইয়া, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান, তরিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়