শিরোনাম
◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সরকারের এক্সিট প্ল্যান, না বিএনপির ‘বিস্কুট দৌড়’? ◈ বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ◈ ‌আগামী বছর নেপা‌লে হ‌বে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব ◈ বাংলাদেশে মানবাধিকার রক্ষায় ঘাটতি দেখছে এইচআরডব্লিউ, অ‌‌ভিযোগ অস্বীকার সরকারের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন ভারতেও তেল বেচতে পারে পাকিস্তান, বাণিজ্য চুক্তির পর ট্রাম্প

  ভারতের ওপর কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে শায়েস্তা করতে তিনি এক দিনে নিয়েছেন একাধিক পদক্ষেপ। এর ফলে হোয়াইট হাউসে ছিল টানা ব্যস্ততা।

গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি; পোস্টে পাকিস্তানকেও টেনে আনেন। জানান, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র বিশাল তেল মজুত উত্তোলনের একটি চুক্তিতে পৌঁছেছে। ট্রাম্পের ভাষায়, “হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছেও তেল বিক্রি করবে।” বিশ্লেষকদের মতে, এটি পরোক্ষভাবে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার প্রতি ইঙ্গিত।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে বৃহৎ তেল মজুত উত্তোলনের কাজ করবে। এখন আমরা খুঁজছি, কোন কোম্পানি এই অংশীদারত্বে নেতৃত্ব দিতে পারে। কে জানে, একদিন তারা ভারতের কাছেও তেল বিক্রি করবে।”

এই পোস্টের পর ভারত সরকার বা নয়াদিল্লি এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে গত বুধবার (বাংলাদেশ সময় বিকেলে) আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ভারত ‘বন্ধু রাষ্ট্র’ হলেও রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তাঁর ভাষায়, “ভারতীয় বাজারে মার্কিন পণ্যের ওপর চড়া শুল্ক বসানো হয়। অথচ ভারতের পণ্য আমাদের দেশে ঢুকছে তুলনামূলকভাবে সহজভাবে। তাই আমদানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

তিনি আরও লেখেন, “ভারতের সঙ্গে বাণিজ্যে বহু রকমের অনানুষ্ঠানিক বাধা রয়েছে, যার অনেকগুলোরই অর্থনৈতিক ব্যাখ্যা নেই। ভারত সব সময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনে। এমনকি রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতাও ভারত। এ চিত্র চীনের ক্ষেত্রেও প্রায় একই।”

ট্রাম্প দাবি করেন, “যখন বিশ্বের সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন ভারতের মতো দেশের এই ভূমিকা মোটেই গ্রহণযোগ্য নয়।” তিনি জানান, ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি এবং একই দিনে ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষত, যখন ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দর-কষাকষি চলছে, তখন এমন সিদ্ধান্ত একধরনের কৌশলগত চাপও হতে পারে।

স্মরণযোগ্য, সপ্তাহ দু-এক আগে ট্রাম্প রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তখন তিনি রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন এবং বলেছিলেন, সে সময়সীমা পেরিয়ে গেলে রাশিয়ার বাণিজ্যিক মিত্রদের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। এমনকি দুদিন আগেও তিনি জানিয়েছেন, যুদ্ধ থামাতে পুতিনকে আর ১০ থেকে ১২ দিন সময় দেওয়া হচ্ছে।

বুধবার আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। চাইলে তারা নিজেদের মৃতপ্রায় অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে। এতে আমাদের কিছু যায়-আসে না।”

এর আগের দিন, স্কটল্যান্ড থেকে ওয়াশিংটন ফেরার পথে ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক বসানো হতে পারে। তখন বিষয়টি সম্ভাবনার পর্যায়ে ছিল। তবে ২৪ ঘণ্টার মধ্যেই তিনি তা বাস্তবে রূপ দিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়