শ্রমিক-মালিকের সুসম্পর্ক শান্তির বাংলাদেশ গড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি।
জামায়াত আমির বলেন, আমরা চাই, মালিকপক্ষ বুঝবে শ্রমিকেরা বাঁচলে তাদের শিল্প বাঁচবে, ব্যবসা বাঁচবে। আবার শ্রমিকদেরও বুঝতে হবে উদ্যোক্তা বা মালিকপক্ষ বাঁচলে শ্রমিকেরাও বাঁচবে। কারণ আমার কর্মস্থলই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি দাবি কার কাছে করবো? এ জন্য উভয়পক্ষেরই এখানে দায় আছে।
তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়। আর টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। সত্যিকারার্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে।
শ্রমিক দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মানুষের মধ্যে কোনো বৈষম্য চাই না, মানুষকে তার কর্ম-শ্রম কিংবা শিক্ষা বা পেশাগত জীবন দিয়ে বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মাখলুকাত, দল-ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই, এমন বাংলাদেশই আমরা গড়তে চাই। আর সেই বাংলাদেশ কুরআন ও রাসুল (সা.) এর মাদানি শাসনব্যবস্থার মাধ্যমে সম্ভব।
জামায়াত আমির বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের বোনদের নিশ্চয়তা দিচ্ছি- তারা তাদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নেই, মর্যাদা নেই এবং নিরাপত্তা নেই, ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।