চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটর সাইকেল থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার বিকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ধিনগর গ্রামের মো. কামালের ছেলে সিহাব (২২) ও মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজান (২১)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকা দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সিহাব, মিজান ও ইমন নামের তিন তরুণ। পথে কেন্দুল এলাকায় একটি কালভাটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় তারা। এসময় তাদের উদ্ধার করে রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেমধ্য মিজান মারা যায় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যায় সিহাব। এ ঘটনায় আহত আমনুরা কলোনীর শফিকুলের ছেলে ইমন (২৫) রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। থেকে মামলা না করায় স্ব স্ব পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।