শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা বিএনপির পরিচিতি ও সাধারণ সভা: ঐক্যের প্রস্তাব, সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব এস. এম. শহিদুল্লা ইমরানের সঞ্চালনায় সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত বেশিরভাগ সদস্য উপজেলা বিএনপির বিভিন্ন গ্রুপকে একত্রিত হয়ে এক সারিতে কাজ করার জোরালো প্রস্তাব দেন। তাদের মতে আসন্ন নির্বাচনে সাফল্য পেতে দলীয় ঐক্যই এখন সবচেয়ে জরুরি।

এছাড়া ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিদ্যমান কমিটিগুলো বাতিল করে নতুন করে কমিটি গঠন বা সংস্কারের পক্ষে-বিপক্ষে নানা প্রস্তাবনা আসে।

তবে সভায় শুধুমাত্র আহ্বায়ক কমিটির সদস্যদের প্রবেশের অনুমতি ছিল। সাংবাদিকসহ বাইরের কেউ সভাস্থলে প্রবেশ করতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

সভা চলাকালীন সময়ে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত বেপারী তার নিজ প্রয়োজনে বিকেল ৫টার দিকে তিন তলা থেকে নিচতলায় নামলে কিছু দুষ্কৃতিকারীরা তাকে আক্রমণ করে। এসময় তাকে ফেরাতে গিয়ে বিএনপির কর্মী আব্দুল কাদিরও পায়ে আঘাত পান। বর্তমানে এই দুই জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সভাটি ফলপ্রসূ হয়েছে এবং সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড একসঙ্গে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে। যিনি দলীয় মনোনয়ন পাবেন উপজেলা বিএনপির সব নেতাকর্মী তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং এ আসনটি বিএনপিকে উপহার দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়