বান্দরবান পার্বত্য জেলার লামা থানা এলাকা হতে ০১ টি দেশীয় এলজি ও কার্তুজসহ ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া‘কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল।
গত ১৪ জুন ২০২৪ ইং রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া তার সঙ্গীদের সহকারে ডাকাতির উদ্দেশ্যে বাদী রহিমা বেগম এর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেশীয় ও বিদেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নের গহনা নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা বাদীর পরিবারের লোকজনকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং বাদীর বোনের পরনের জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। পরে বাদী বিজ্ঞ আদালতে মামলা দায়েরের আবেদন করলে আদালতের আদেশে লামা থানায় মামলা রুজু হয়। যার এফআইআর নং-৮, জিআর নং-৬৭, তারিখ ২৭ জুন ২০২৪খ্রি ধারা-১৪৩/৩২৩/৩০৭/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৩৮২/ ৩৫৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্নিত মামলার তদন্তে প্রাপ্ত ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত্রি ০১৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন ফাসিয়াখালী উত্তর মালুম্যা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী ডাকাত দলের সর্দার আব্দুর রহিম জিয়া(১৯), পিতা-গোলাম কাদের, সাং-উত্তর মালুম্যা, থানা-লামা বান্দরবান পাবত্য জেলা’কে ০১ টি এলজি ও একটি এমুনেশন, ০২ টি আতশবাজি জব্দসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আসামী ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান পার্বত্য জেলা লামা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।