শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে এক সন্ত্রাসী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে আসাদুজ্জামান সনেকট নামে এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছে আনার নামে চিহ্নিত এক সন্ত্রাসী। আসাদুজ্জামান সনেট কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার প্রতিনিধি। গতকাল (মঙ্গলবার) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত সন্ত্রাসী আনার সাংবাদিক সনেটের নামে  সম্প্রতি ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট দিলে মঙ্গলবার রাত ৯টার দিকে বারবাজার থেকে বাড়ী ফেরার পথে গাজীকালু মাজার রোডে আনারকে দেখতে পেয়ে তার কাছে এ মিথ্যা পোস্টের কারণ জানতে চান। এসময় সন্ত্রাসী আনার তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাংবাদিক সনেট এর প্রতিবাদ করলে সন্ত্রাসী আনার আকস্মিকভাবে সনেটকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসী আনার তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সাংবাদিক সনেটের মাথায় কোপ দেয়। কোপটি সাংবাদিক সনেটের ডান কানের নীচে লাগলে মারাত্মক জখম হয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে  নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। 

সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার (২৬) একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে । 

সাংবাদিকের উপর হামলার ঘটনা শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে যান। একই সময় স্থানীয় সংবাদকর্মীরা আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে আসেন। সে সময় সাংবাদকর্মীরা দ্রুত এ ঘটনার বিচার দাবি করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি , আসামি গ্রেফতারের জন্য বারবাজার ফাঁড়িকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়