দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক ভারতের আগরতলার পরিতোষ বিশ্বাস।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে।
স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, দুটি পিকআপে ৫৩টি বাক্সে ইলিশ পাঠানো হয়েছে। আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। প্রথম দিন ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ পাঠানো হয়। ভারতের কলকাতার ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল নামে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম দিন এসব ইলিশ আমদানি করে। ভারতে আরও ইলিশ রপ্তানির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সময় বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ৫৩২ দশমিক ৩০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। সূত্র: সমকাল