শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী-সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা!

নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়ায় স্ত্রী-সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার সন্ধ্যায় নয়াপাড়া থেকে শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আরফানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, নিহত শিপলু একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক প্রতারক রমজান মিয়া গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। মামলায় প্রতারক রমজানের সঙ্গে তাকেও আসামি করা হয়। এরপর থেকে গ্রাহকেরা তাকে টাকার জন্য প্রায় সময়ই চাপ দিত। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে চাপ সইতে না পেরে তিনি গতকাল রবিবার রাতের যেকোনো সময় স্ত্রী-পুত্রকে শ্বাসরোধ করে হত্যার করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানানো যাবে।

বাড়িওয়ালা পলাশ ভূঁইয়া বলেন, তিন মাস আগে পরিবার নিয়ে তিনি চারতলার একটি রুম ভাড়া নিয়েছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়