ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া- গোপালনগর ঝরাজীর্ণ সড়কে ইট বোঝাই একটি ট্রাক্টর উল্টে খালে পড়ে যায়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপালনগর আদর্শ কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাক্টরের চালক ও সহযোগী লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
গতবারের বন্যায় সড়কটির আরও ব্যাপক ক্ষতি হয়। প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে হেঁটে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় চলাচল করছেন।
ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া বলেন- এই সড়ক সংস্কারের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ অংশ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।