শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে পরপর দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রেজাউল (২৮) ও তুহিন (২৫)।

বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে ও অটোরিকশাচালক রেজাউলের লাশ ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। এর আগে রাতেই পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে তুহিনের লাশ লোহালিয়া সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে তুহিন নিখোঁজ হন। অন্যদিকে একইদিন সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে রাতেই লোহালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

পরপর দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়