শিরোনাম
◈ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর ডাকাত দলের হামলা, গোলাগুলি ◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক ◈ বিএনপি নেতা ফজলুর রহমান প্রাণনাশের শঙ্কায়, চাইলেন নিরাপত্তা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে ইনানীর বে ওয়াচ হোটেলে আয়োজিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন তিনি।

এর আগে রবিবার বিকেল ৫টায় উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন হয়। আলোচনায় রোহিঙ্গারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দীর্ঘদিন ধরে শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। এ সময় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপায় নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকেরাও উপস্থিত আছেন।

মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।

স্টেকহোল্ডারদের নিয়ে এই সংলাপ আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়