শিরোনাম
◈ রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন আরজে কিবরিয়া ◈ মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর ডাকাত দলের হামলা, গোলাগুলি ◈ কাপাসিয়ার কামারগাঁও উচ্চ বিদ্যালয়: বিনা ছুটিতে আমেরিকা বসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক ◈ চীনের বাঁধে ভারতের পানিঝুঁকি, বাড়ছে সংঘাতের আশঙ্কা ◈ যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা প্রশমণে ভারতের লবিং ফার্ম নিয়োগ  ◈ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের স্থায়িত্বে প্রয়োজন ক্ষমা প্রার্থনা: বিশেষজ্ঞদের মত ◈ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২ ◈ ‌‌‌'আন্দোলনের সময় ছাত্রদের ন..গ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি' (ভিডিও) ◈ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের ১১ দেশের ◈ কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি যদি সামান্য কিছু নেয়, সেটাকে চাঁদা বলা হয়, এভাবে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে: বরকত উল্লাহ বুলু

শাহাজাদা এমরান, কুমিল্লা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি ঢাকার সিদ্ধেশ্বরীতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। ১৯৭১ সালের ২২ জুলাই পাকিস্তানি সেনারা সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তাই বলা যায়, বেগম খালেদা জিয়া দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা।”

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, “১৫ বছর পর কুমিল্লা সদর উপজেলার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৭ বছর ধরে এখানকার নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এমন কোনো নেতা নেই, যার নামে মামলা হয়নি। কেউ কেউ বলছেন, ৩৬ দিনের আন্দোলনের ফলেই সরকারের পতন হয়েছে। আমি বলবো, এটা ভুল। শেখ হাসিনা তো মাত্র ৩৬ দিনের আন্দোলনে পালিয়ে যাননি। বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে এসেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কেউ চাঁদা তুললে তাকে ডোনেশন বলা হয়। আবার কেউ শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যাংক-বীমা দখল করলে তাকে পুনরুদ্ধার বলা হয়। কিন্তু বিএনপি যদি সামান্য কিছু নেয়, সেটাকে চাঁদা বলা হয়। এভাবে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে।”

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, “তাদের নেতারা বলে থাকেন, জামায়াতে যোগ দিলে বেহেশতে যাওয়া যায়। কিন্তু কে বেহেশতে যাবে তা একমাত্র আল্লাহ নির্ধারণ করেন। তাই এ ধরনের বক্তব্য মুসলমানদের জন্য গ্রহণযোগ্য নয়।”

বিএনপির এই নেতা আরও বলেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো উন্নয়ন সম্ভব নয়, ঋণও দেওয়া হবে না। তারেক রহমান সরকার গঠন করলে কেবল দেশের ঋণ শোধ করা সম্ভব হবে। কেউ ইতিহাস পাল্টানোর চেষ্টা করলে তা সম্ভব হবে না।”

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আলী আক্কাছ কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক পদে শফিউল আলম রায়হানের নাম ঘোষণা করেন।

এর আগে সকালে বেলুন উড়ানো এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়