শিরোনাম
◈ ধামরাইয়ে ছয় মাসের নবজাতককে মাটি চাপা ◈ লাগামহীন বক্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ,কেন সাংগঠনিক ব্যবস্থা নয় ◈ ৪৯ রানে অলআউট মে‌য়েরা, ম‌্যাচ জিত‌লো ছে‌লেরা ◈ নিষিদ্ধ বাইক-সিএনজি অটোরিকশা চলাচল: উন্মুক্ত হলো ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কি.মি ◈ সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসি ইফতেখারকে ◈ জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল ◈ আমি চাইলেও গুন্ডা আনতে পারতাম; ইসিতে মারামারি নিয়ে রুমিন ফারহানা (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি (ভিডিও) ◈ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেসব চুক্তি-সমঝোতা স্মারক সই হলো ◈ একাত্তর ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে একমত নয় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর-সাতক্ষীরা গামী বাসে অজ্ঞান পার্টিরা লুটে নিল গরু ব্যবসায়ীর টাকা

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শার সাতমাইলে যশোর-সাতক্ষীরা গামী একটি বাসে অজ্ঞান  পার্টির সদস্যরা  ইসরাইল(৬৫)  নামে  এক গরু ব্যবসায়ীকে অচেতন করে তার সাথে থাকা সব  টাকা লুটে নিয়েছে। তবে এসব কান্ডের সাথে জড়িত কেউ সনাক্ত হয়নি।

 শনিবার (২৩ মার্চ) রাত ১১ টা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। এর আগে এদিন বিকালে সাতক্ষীরাগামী একটি  বাস থেকে অজ্ঞান অবস্থান যাত্রীরা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার সাতমাইলে অবস্থিত জোহরা ক্লিনিকে ভর্তী করে।

স্বজনের কাছ থেকে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বাজার থেকে বাসে উঠে  এ গরু ব্যবসায়ী  সাতমাইল গরু হাটের  উদ্দেশ্যে রওনা দেন। বাসটি বাগআচড়া বাস ষ্টান্ডে পৌছালে বাসের হেলপার তাকে নামতে বলে গায়ে হাত দিয়ে দেখতে পান সে অচেতন অবস্থায় রয়েছে। পরে কয়েকজন বাস যাত্রী ঐ গরু ব্যবসায়ীকে নামিয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তী করেন। পরে গরু ব্যবসায়ীর পকেটে থাকা একটি পরিচয় পত্র থেকে তার ঠিকানা সনাক্ত করা হয়। এসময় দেখা যায় তার পরনে থাকা লুঙ্গী ব্লেট দিয়ে কাটা রয়েছে।  তবে সে অজ্ঞান থাকায় তার কাছে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে লাখ টাকার বেশি হতে পারে।

এদিকে স্থানীয়রা তাদের জানান, সাম্প্রতি যশোর- সাতক্ষীরা সড়কে অজ্ঞান পার্টির দৌরত্ব বেড়েছে।  প্রাইয় নেশা জাতীয় কিছু সেবন বা শুকিয়ে যাত্রীদের অজ্ঞান করে সাথে থাকা সব লুটে নিচ্ছে। তবে অজ্ঞান পার্টিদের তার্গেট বেশি থাকে গরু ব্যবসায়ীর উপর। কারন এরা নগত টাকা বেশি সাথে বহন করে। যারা লুটকারি তারা আগে থেকে গরু ব্যবসায়ীদের টাকা বহনের তথ্য জেনে পিছু নেয়। পরে সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে টাকা লুটে নেয়। তবে এ চক্রের সাথে বাসের চালক বা হেলপারও  জড়িত থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়