শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পিপি বিরুদ্ধে

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে আসামীর জামিনের জন্য সিনিয়র জেলা জজকে( নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) ঘুষ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘুষ প্রদান করেছেন ঐ আদালতের পাবলিক প্রসিকিটর পিপি। ঘুষ প্রদানের বিষয়টি লিখিত আকারে বার কাউন্সিলকে অবহিত করে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচার নিলুফার শিরিন। এ ঘটনায় আদালত পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে ঢাকা বার কাউন্সিলে লিখিত অভিযোগ দিয়েছেন বিচারক। এ  ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিক সভা করে তাকে জেলা আইনজীবী সমিতির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে।  কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সাত দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

লিখিত অভিযোগে বিচারক নিলুফার শিরিন উল্লেখ করেন, বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে তার বাসার কাজের মহিলার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন। 

অভিযোগে আরও বলা হয়, নারী ও শিশু কেস নং—২৬১/২৫ মামলার জামিনের বিষয়ে বিচারকের মোবাইল নম্বরে বারবার সুপারিশ করেছিলেন রুহুল আমিন। এছাড়াও জুলাই আন্দোলনে আলোচিত শহীদ জসীমউদ্দীনের মেয়ের ধর্ষণ মামলাতেও আসামিপক্ষের হয়ে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে তিনি আরও বলেন, “এভাবে ঘুষ পাঠানোতে তিনি মানসিকভাবে অত্যন্ত অপমানিত এবং তীব্র রাগবোধ করছেন। অফিসে গিয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা জজের পাবলিক প্রসিকিউটরকে বিষয়টি অবহিত করেন ও প্যাকেটটি দেখান। তারাও প্রচণ্ড রাগান্বিত হন এবং তাকে বিষয়টি ছোট করে না দেখার পরামর্শ দেন। তিনি আশা করেন অভিযুক্ত পিপির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, “একজন পাবলিক প্রসিকিউটর সরকারের পক্ষে না থেকে আসামিপক্ষের হয়ে বিচারককে ঘুষ দেওয়ার মতো ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আজ জরুরি সভায় অধিকাংশ আইনজীবীর উপস্থিতিতে তার আইনজীবী সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সাত দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।" 

তবে অভিযোগ অস্বীকার করে পিপি মো. রুহুল আমিন বলেন,“এটা আইনজীবীদের একটি গভীর ষড়যন্ত্র। আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে আইন পেশায় কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়