শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যার প্রধান আসামি গ্রেফতার

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার   প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকান্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে ২০ আগষ্ট  উপজেলার নুরবাগ এলাকা থেকে গ্রেফতার করে অভয়নগর থানা পুলিশ। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায়   তাকে আটক করা হয়।

পরবর্তীতে শংকরপাশা এলাকায় তার ঘরের মধ্যে পুতে রাখা লিমনের ভ্যানটির খন্ডিত অংশ ও ব্যাটারি  উদ্ধার করা হয়।আটক বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গত ১১ আগষ্ট দিবাগত রাতে নওয়াপাড়া নুর জাহান ফার্মেসির সামনে থেকে লিমনকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে  শংকরপাশার একটি নির্জন সড়কে নিয়ে যায় । সেখানে লিমনকে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যান নিয়ে বাড়িতে চলে যায় হত্যাকারী বিল্লাল।

সেই রাতেই একটি ঘরের ভিতর মাটি খুড়ে ভ্যানের বিভিন্ন অংশ পুতে রাখে। পরে সুবিধামত সময়ে চাকই বাজারের ভাংড়ি ব্যবসায়ী লিটনের কাছে চারটি ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে। বিল্লালের সৌদি আরব যাওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল। সেই টাকা যোগাড় করতেই লিমনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

এ ব্যাপারে  অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায়  আসামি বিল্লালকে আটক করা হয়েছে এবং  তার দেওয়া তথ্যমতে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়