শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু, স্বস্তিতে চরভদ্রাসনের নদী পাড়ের মানুষ

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সাম্প্রতি পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের পাকা সড়কে ধস দেখা দেয়। একই ইউনিয়নের টিলারচর গ্রামেও শুরু হয়েছে ভাঙন। খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মনিরা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো উপস্থিত ছিলেন মো. রাকিব হোসেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফরিদপুর।

বুধবার (১৯ আগস্ট) আপদকালীন প্রকল্পের আওতায় হাজীডাঙ্গী গ্রামের পাকা এইচবিবি সড়ক রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু করে পাউবো।

সরেজমিনে দেখা যায়, ধসে পড়া অংশে জিও ব্যাগ ডাম্পিং চলছে। স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম (৬৭) ও নুরজাহান (৫২) বলেন, “কয়েক রাত ভাঙনের ভয়ে ঘুমাতে পারিনি। এখন মনে হচ্ছে শান্তিতে থাকতে পারব।”

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, “হাজীডাঙ্গী গ্রামের ধসে যাওয়া পাকা সড়ক রক্ষায় প্রথম পর্যায়ে প্রায় ৪৫ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। টিলারচর এলাকায় ভাঙন দেখা দিলেও বর্তমানে তা পানির নিচে থাকায় কাজ সম্ভব হচ্ছে না। পানি কমলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভাঙন প্রতিরোধে চরভদ্রাসন উপজেলার কয়েকটি পয়েন্টে মোট ৩.১৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়