শিরোনাম
◈ আইডি কার্ড বিতর্ক থেকে সংঘর্ষ, যা বলছে পুলিশ ◈ মোদিকে প্রশ্ন আসাদউদ্দিন ওয়েইসির: বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকে কেন নয়? ◈ প্রথম দিনেই অ্যাকশনে ডিসি সারওয়ার আলম, আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন (ভিডিও) ◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমপি কমিশনারের হুমকিমূলক বিবৃতির প্রতিবাদে সিইউজে ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক

অনুজ দেব বাপু, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর সাংবাদিকদের উদ্দেশ্যে সিএমপি কমিশনারের হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক।

বুধবার (২০ আগস্ট) রাতে এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সংবাদের প্রতিবাদের নামে সাংবাদিকদের উদ্দেশ্যে যে প্রচ্ছন্ন হুমকি দেয়া হয়েছে, তা অগ্রহণযোগ্য। কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের হুমকি দিতে পারেন না। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করলে রাষ্ট্রের স্বার্থেই তাদের সহযোগিতা করা উচিত।

নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করা। দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ সাংবাদিকদের সাংবিধানিক ও আইনি অধিকার। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা অপমান গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের পরিপন্থী। সিএমপির মতো প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে হুমকিমূলক বক্তব্য ‘ফ্যাসিবাদী মনোভাবের’ বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তারা। নিজেদের অনিয়ম আড়াল করতে ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তারা হুমকিমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেন, অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

অন্যদিকে, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক এক যৌথ বিবৃতিতে সিএমপি কমিশনার হাসিব আজিজের বক্তব্যকে ‘প্রতিবাদের আড়ালে ক্ষমতা জাহিরের চেষ্টা’ বলে আখ্যায়িত করেছে। সংগঠনটির আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ এবং সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। এর ফলে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির কার্যকলাপের ফল, সাংবাদিকতার নয়।

তারা উল্লেখ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি বা অপপ্রচার গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে। সংবাদ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়ার পরিবর্তে সাংবাদিকদের দায়ী করার প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা।

সাম্প্রতিক সময়ে সিএমপির বিভিন্ন স্তরে সাংবাদিকরা তথ্য সংগ্রহে অসহযোগিতার মুখে পড়ছেন উল্লেখ করে সংগঠনটি আরও জানায়, এ ধরণের আচরণ সঠিক তথ্য পরিবেশনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। কমিশনারের হুমকিমূলক বিবৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা সতর্ক করেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়