ছয় বছরের সন্তানকে নিয়ে প্রেমিকের ঘরে হাজির হয়েছেন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রী। নাজমা খাতুন (৩৫) নামে ওই নারীর আরও একটি সন্তান আছে বলে জানা গেছে। বিয়ের দাবিতে প্রবাসী স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের ঘরেই অনশনে বসে পড়েছেন তিনি।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঠানপাড়া গ্রামে।
নাজমা খাতুনের দাবি, তার স্বামী যখন বিদেশ যাচ্ছিলেন, তখন প্রতিবেশী রাব্বুল ইসলামের সহযোগিতা চেয়েছিলেন গৃহবধূ। সেই সহযোগিতা থেকেই নিয়মিত কথাবার্তা শুরু তাদের; পরবর্তীতে তা গড়ায় পরকীয়া প্রেমের সম্পর্কে। সম্পর্কের এক পর্যায়ে নাজমাকে বিয়ের প্রতিশ্রুতি দেন রাব্বুল ইসলাম। কিন্তু শেষমেশ যখন রাব্বুল ইসলামের স্ত্রী সামনে এসে আপত্তি তোলে, তখন নাজমার সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়। এখন নাজমা সোজা এসে বসেছেন প্রেমিকের ঘরে। বিয়ের দাবিতে অনশনে বসে পড়েছেন তিনি।
নাজমা বলছেন, রাব্বুল ইসলামের কাছে স্ত্রী হিসেবে স্বীকৃতি চান তিনি! তা না হলে সন্তান নিয়ে আত্মহত্যা করবেন তিনি।
অন্যদিকে রাব্বুল ইসলামের স্ত্রী বলছেন, এই মহিলাই আগে থেকে বেয়াদব। সব সাজানো নাটক। আমার স্বামীকে ফাঁসাতে চাইছে। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি, তবুও সে ইচ্ছাকৃতভাবে পিছনে লেগেছে। উৎস: আরটিভি অনলাইন।