তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ আগস্ট রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি পরিচালিত ওইসব অভিযানে প্রায় ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকার অবৈধ চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। ওইসময় পাচারকারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে আনার চেষ্টা করলে বিজিবির টহলদল ২৬২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, একটি ভারতীয় গরু, ৬০ কেজি জিরা, ৩৬০ পিস সুপারি এবং ৯৩ হাজার ৬০০ পিস জিলেট ব্লেড জব্দ করে। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৪ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।