শিরোনাম
◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ অনুমোদন, ফল প্রকাশ কাল ◈ চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎষ্পৃষ্ট মাকে বাঁচতে গিয়ে ছেলেও প্রাণ হারান ◈ কুমিল্লায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা ◈ যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে ডোমার বাজারস্থ  দত্ত সুইটস ও ডোমার হাইওয়ে রেলগেইট সংলগ্ন গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দত্ত সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ফ্রিজে বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে দত্ত সুইটসে অভিযান পরিচালনা করি। এখানে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও আমরা প্রতিষ্ঠানটিতে বেশ কিছু অসঙ্গতি পাই। যেহেতু তারা ভুল স্বীকার করেছেন, তাই সতর্ক করা ও অর্থদন্ড করা হয়েছে। একইভাবে থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টেও ফ্রিজে বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদেরকেও অনুরুপ ভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ভুল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দীন, কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এ.টি.এম এরশাদ আলম, স্যানিটারি ইন্সপেক্টর মো. আল আমিন ও ডোমার থানা পুলিশ আদালতকে সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়