শিরোনাম
◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ◈ জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ ◈ শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ ◈ চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ সিলেটে পাথরকাণ্ড: ডিসির পর এবার ইউএনওকে বদলি ◈ যে তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দিতে রাজি স্বাস্থ্য উপদেষ্টা ◈ ৫৫ বছরের রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা বিমানের ◈ ভারত কি বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ◈ ১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল, ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাটাখালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো—গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. নাজিম মামুন ওরফে আরহাম (২৮) এবং চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে মো. নিশান গাইন (৩১)। রবিবার (১৭ আগস্ট) রাতে বটতলা মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক নাজিম ও নিশানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, পবা থানার একটি টিম পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালায়। এসময় মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ. গফুরের ছেলে মো. আ. মান্নান (৩৭) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

এছাড়া, রাজপাড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে আইডি বাগানপাড়ায় মোসা. বুলবুলি (৫৪) কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আ. মজিদের মেয়ে। তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা উদ্ধার করা হয়।

আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়