শিরোনাম
◈ ভারতের বিধিনিষেধ সত্ত্বেও জুলাইয়ে বাংলাদেশি রপ্তানি আয় বেড়েছে ৪% ◈ কলকাতার বাণিজ্যমেলায় বাংলাদেশি স্টল, মিলছে সাড়া! ◈ বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড় ভারতীয় সরবরাহকারীদের ◈ এবার বাংলাদেশ হয়ে আমেরিকায় পোশাক রপ্তানি করতে চায় ভারত: আনন্দবাজারের প্রতিবেদন ◈ যুদ্ধবিমান নিয়ে হাজির ট্রাম্প,ঘোল খাওয়ালেন পুতিন! ভিডিও ◈ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা ◈ প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে ◈ হাসনাত-সারজিসসহ ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার ◈ দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া ◈ ফরিদপুরে অসুস্থ গরু জবাই করে পালিয়ে গেল কসাই!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় রাতে মারধর-দুপুরে পুকুরে মিলল লাশ

শাহাজাদা এমরান,কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে পুকুর থেকে জামাল হোসেন নামক এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের দিশাবন্দ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জামাল দিশাবন্দ গ্রামের সরওয়ার মেম্বারের ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে দিশাবন্দ গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে বাচ্চুর ছেলে সাকিবের সাথে জামালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব হোসেন বেপারী বাড়ির মহিনের ছেলে সবুজ, তাজুল ইসলামের ছেলে বাবলু, সামছুল হকের ছেলে অপু, আব্দুস সাত্তারের ছেলে সিজন, আবদুল খালেকের ছেলে হারুনকে ডেকে এনে জামালকে মারধর করে। খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দনি বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স নিয়ে ভর্তি করায়। পরে জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও তার ছেলে আলাউদ্দেিনর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

এদিকে জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর রাতে বাড়িতে নিয়ে আসলেও তিনি ছেলেকে দেখতে আবারো হাসপাতালের উদ্দেেশ বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন দুপুরে স্থানীয়রা তার লাশ পুকুরে পাওয়া যায়। জামালের মাথায় ব্যান্ডজেসহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। 

জামালের ভাই অহিদুর রহমান বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। যারা দিনের বেলায় আমার ভাইয়ের উপর হামলা করেছে তারাই রাতে তাকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই। 
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, লাশ ময়নাতদন্তরে জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়