শিরোনাম
◈ ভারতের বিধিনিষেধ সত্ত্বেও জুলাইয়ে বাংলাদেশি রপ্তানি আয় বেড়েছে ৪% ◈ কলকাতার বাণিজ্যমেলায় বাংলাদেশি স্টল, মিলছে সাড়া! ◈ বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড় ভারতীয় সরবরাহকারীদের ◈ এবার বাংলাদেশ হয়ে আমেরিকায় পোশাক রপ্তানি করতে চায় ভারত: আনন্দবাজারের প্রতিবেদন ◈ যুদ্ধবিমান নিয়ে হাজির ট্রাম্প,ঘোল খাওয়ালেন পুতিন! ভিডিও ◈ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা ◈ প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে ◈ হাসনাত-সারজিসসহ ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার ◈ দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া ◈ ফরিদপুরে অসুস্থ গরু জবাই করে পালিয়ে গেল কসাই!

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে, সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মেঘনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, তিনি আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসন, ত্যাগী নেতাদের উপেক্ষা, কমিটি বাণিজ্য এবং বালুমহাল দখলের মাধ্যমে দলকে দুর্বল করছেন।

স্থানীয় নেতাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে সেলিম ভূঁইয়া ‘নিজস্ব বলয়’ গড়ে তোলেন। তারা বলেন, দীর্ঘদিন দলের জন্য জেল-জুলুম সহ্য করা নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের পদ দিয়েছেন তিনি।

মেঘনা বিএনপির দুটি গ্রুপের দ্বন্দ্ব চরম পর্যায়ে। একটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিউদ্দীন লন্ডনী। এই দুই দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে প্রকাশ্যে সংঘর্ষ জড়িত হওয়ার খবর এখন অতীত।

মেঘনার সাবেক আহ্বায়ক রমীজউদ্দিন লন্ডনী বলেন, “তিনি কমিটি দিয়ে বাণিজ্য করেছেন। যারা ১৫ বছর দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়েছেন। এমনকি বালুমহাল বন্ধ করার পরও আওয়ামী লীগপন্থীদের সঙ্গে ভাগাভাগি করে তা পুনরায় চালু করেছেন।”

ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মিয়া বলেন, “সেলিম ভূঁইয়া দলের ত্যাগীদের অবহেলা করে হাইব্রিড নেতাদের পদ দিচ্ছেন। তিনি দলের ক্ষতি করছেন।”

অভিযোগ রয়েছে, মেঘনার চালিভাঙ্গা ইউনিয়নের বালুমহাল থেকে প্রতিদিন  লাখ টাকা আয় করছেন তিনি। স্থানীয়দের দাবি, এতে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে।

এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে তার ব্যবহৃত  ০১৭৩৯০০৫২৪৮ একটি নম্বরে একাধিক বার কল করা হলে তিনি রিসিভ না করায় কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

তবে স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন আরও তীব্র হতে পারে।

এদিকে নতুন করে পুনরায় নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে দাউদকান্দি-মেঘনা(কুমিল্লা-১) আসনের খসড়া হওয়াতে স্বাগত জানিয়েছে দাউদকান্দি -তিতাসের রাজনৈতিক নেতা,সুশীল সমাজ ও গণমান্য ব্যক্তিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়