শিরোনাম
◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল ◈ ধসে পড়লো মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের ভেতরের ভবন, নিহত ৫ ◈ কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা ◈ শেখ মুজিবের ত্যাগকে স্বীকার করি, কিন্তু তিনি জাতির পিতা নন: নাহিদ ইসলাম ◈ যানজটে স্থবির কুমিল্লা নগরী: নাগরিক দুর্ভোগ চরমে ◈ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের যুবকের মৃত্যু ◈ মেঘনায় ইলিশের সংকট, বিপাকে অর্ধলক্ষ জেলে পরিবার!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের যুবকের মৃত্যু

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে সামির (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামির চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, সকালে চার বন্ধুকে নিয়ে সামির কক্সবাজারে বেড়াতে আসেন এবং কটেজ জোনের ‘ক্ল্যাসিক ভিলা’ নামে একটি হোটেলে ওঠেন। পরে সবাই মিলে শৈবাল পয়েন্টে গোসল করতে যান। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে সামির গভীর পানিতে ভেসে যান। ঘটনাস্থলে কোনো লাইফগার্ড না থাকায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ঢেউয়ের সাথে কূলের কাছে ভেসে আসলে তার তিন বন্ধু মিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেন।

গত ছয় মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এর বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে প্রবল ঢেউ বা স্রোতের কারণে। এছাড়া কক্সবাজার জেলার নদী, খাল ও অন্যান্য জলাশয়েও ডুবে মৃত্যুর ঘটনা ঘটে আসছে—২০২৫ সালের প্রথম ছয় মাসে এই সংখ্যা প্রায় ৬২ জনে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থা ও লাইফগার্ডের অভাব এবং পর্যটকদের অসতর্কতা এসব দুর্ঘটনার বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের বন্ধুদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়