শিরোনাম
◈ সব কারাগারে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ ◈ জোটের অংশ হয়ে অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না, আগামী নির্বাচনে আরো যেসব পরিবর্তন আসছে ◈ জামায়াতের শীর্ষ নেতারা লড়তে চান যেসব আসন থেক ◈ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে ◈ ৫ বছরের ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় পরিবারসহ থাকতে পারবেন! জানুন এপ্লাইয়ের প্রক্রিয়া ◈ রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা (ভিডিও) ◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহী জার্মান বিনিয়োগকারীরা

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: মোংলা বন্দরের সক্ষমতা আরও বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জার্মানির একটি আর্থিক বিনিয়োগকারী সংস্থা। ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’ (এসডিজি) নামে এই সংস্থাটি মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেছে।

সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে এসডিজি-র প্রতিনিধিদল বন্দরের পশুর চ্যানেলের আউটারবার ড্রেজিংসহ সার্বিক উন্নয়ন নিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহিন রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

বিনিয়োগের মূল উদ্দেশ্য:

এসডিজি মূলত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে। তারা ইতোমধ্যেই নবায়নযোগ্য শক্তি খাতে কাজ শুরু করেছে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে তাদের বিনিয়োগের প্রধান লক্ষ্য হলো:

  • মোংলা বন্দরকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা।
  • ভারত, নেপাল, ভুটান ও চীনের মতো প্রতিবেশী দেশগুলোকে সহায়তা প্রদান সহজ করা।
  • খুলনাঞ্চলে বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা।
  • ভিয়েতনামের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান এই অঞ্চলে স্থানান্তরিত করা।

‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’-এর সদস্য সচিব এম. এ. নাজির শাহিন জানান, এর আগে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ভারত যে বিনিয়োগ করতে চেয়েছিল, সেটি বাতিল হয়ে যাওয়ায় তারা এই সুযোগটি কাজে লাগাতে আগ্রহী। তিনি আরও বলেন, শিগগিরই জার্মানির একটি উচ্চপদস্থ দল মোংলা বন্দর পরিদর্শনে আসবে। তাদের এই উদ্যোগ সফল হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়