শিরোনাম
◈ ভারতের এশিয়া কাপ দল থে‌কে গিল, জয়সওয়াল ও রাহুল‌কে বাদ দি‌চ্ছেন গম্ভীর-আগরকর? ◈ আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার ◈ জামিন পেয়েই এসআই আকবর ভারতে পালালেন ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পাল্টা শুল্ক চুক্তি: আগস্টেই সই হতে পারে, রুলস অব অরিজিন ও জাতীয় নিরাপত্তা শর্ত আলোচনায় ◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রাইভার-হেলপারকে খালে ফেলে রডবোঝাই ট্রাক ডাকাতি, নোয়াখালীতে আটক ২

নোয়াখালী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে ড্রাইভার ও হেলপারকে মারধর করে খালে ফেলে রডবোঝাই একটি ট্রাক ডাকাতি করার সময় নোয়াখালীতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ট্রাক ও রড উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মধ্য সুন্দলপুর গ্রামের মফিজুর রহমান আনন্দ মাস্টারের ছেলে সোলেমান সুজন (৩৫) এবং কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গ্রামের ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কবিরহাট বাজার ও ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই ব্যক্তি পুলিশের টহল গাড়ি থামানোর জন্য ইশারা দেন। তারা নিজেদেরকে ট্রাকের ড্রাইভার ও হেলপার পরিচয় দিয়ে জানান, কুমিল্লা থেকে নোয়াখালীর পথে আসার সময় একদল ডাকাত ট্রাকে উঠে অস্ত্রের মুখে মারধর করে এবং রডবোঝাই ট্রাকটি কবিরহাট এলাকায় নিয়ে আসে। ডাকাতরা তাদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশের খালে ফেলে দেয়।

পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং মালিক ট্রাকের ট্র্যাকার চেক করে জানান, গাড়িটি কবিরহাট থেকে মাইজদীর দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ পুলিশ অভিযান চালিয়ে সুন্দরপুরের ৫নং ওয়ার্ডে রড আনলোডের শব্দ শুনে সেখানে গিয়ে হাতেনাতে দুই ডাকাতকে ট্রাক ও রডসহ আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ড্রাইভার ও মালিকের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। রড আনলোডের সময় ট্রাকসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়