শিরোনাম
◈ কা‌কে ভোট দে‌বেন, সিদ্ধান্তহীনতায় ৪৮ শতাংশ মানুষ, দায় সরকার ও রাজনৈতিক দলের: বিআইজিডির জ‌রিপ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ১০ ব্যাটার আউট শূন্য রানে! ৪ রানে শেষ ইনিংস ◈ পতনের ধারায় শেয়ারবাজার, আসছে না ভালো কোম্পানি ◈ এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই: ববি হাজ্জাজ (ভিডিও) ◈ বৃষ্টির ঘাটতি পূরণে ইউএই’র ১৮৫টি ক্লাউড সিডিং মিশন, ক্লাউড সিডিং যেভাবে কাজ করে ◈ সি‌রিয়ার ক্লা‌বের বিরু‌দ্ধে জয় পে‌য়ে  এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস ◈ সিপিএল খেলতে সা‌কিব আল হাসান এখন ও‌য়েস্ট ই‌ন্ডি‌জে  ◈ আনোয়ার হোসেন মঞ্জুকে বিমানবন্দর থেকে ফেরত ◈ ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ, আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা ◈ ভারতের এশিয়া কাপ দল থে‌কে গিল, জয়সওয়াল ও রাহুল‌কে বাদ দি‌চ্ছেন গম্ভীর-আগরকর?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরের ভূয়া পুলিশ আটক

মোঃ রুকুনুজ্জামান, পাবর্তীপুর প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপুরে মোক্তার হোসেন (৪০) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিশেষ করে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে গত বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকার মোসলিম মুন্সির ছেলে মোক্তারকে আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে নিজের পরিচয় শক্তপোক্ত দেখাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো চুল কাটতো মোক্তার হোসেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় এসে দায়িত্বরত ডিউটি অফিসার ও বাহিনীর অন্যান্য   সদস্যদের সামনে নিজেকে বাংলাদেশ পুলিশের সিনিয়র সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে এলাকায় আইন  শৃঙ্খলা পরিস্থিতি অবনতি উল্লেখ পূর্বক অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

পরে থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের বিশেষ মিটিং চলাকালে তার রুমে প্রবেশ করে নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডাদেশ দেন। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার নিমাই রায়সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয় নানা অপকর্মের অভিযোগে তাকে হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়