স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে খেলবেন।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুই বছরের বিরতিতে আবারও সিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি।
বোলিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরেন সাকিব। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারলেও লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি। পিএসএলের পর এবার সিপিএলে নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি।
ইংল্যান্ডে কয়েকদিনের অনুশীলন শেষে বাংলাদেশ সময় ১২ জুলাই রাতে অ্যান্টিগায় পৌঁছেছেন তারকা এই অলরাউন্ডার।
সবশেষ ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএল খেলেছিলেন তারকা এই অলরাউন্ডার।
সেবার ৬ ম্যাচে ৯৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৮ উইকেট নিয়েছিলেন। এ ছাড়া বার্বাডোজ ট্রাইডেন্স এবং জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব। সবমিলিয়ে ৩৬ ম্যাচে ১৬.৫৯ গড় এবং ১০৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৪৮ রান করেছেন তিনি।
বোলিংয়ে ৬.৮২ ইকনোমি রেটে নিয়েছেন ৩৭ উইকেট। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ক্যারিয়ারসেরা ৬ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তাঁর ভালো লাগছে। সেই সঙ্গে তাদের হয়ে সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন।
প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নিয়েছে। আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে।
নিজেদের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা ভালো দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও ভালো একটা দল পেয়েছি। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’
অ্যান্টিগার নর্থ সাউন্ড এলাকার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে পাচ্ছেন সাকিব-ইমাদ ওয়াসিমরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটারের নামে খেলার সুযোগ পাওয়াকে স্পেশাল হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পাশাপাশি স্যার ভিভ রিচার্ডের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি।