শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় সমুদ্রে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া খুলনার কিশোর মিয়া সামাদ সিদ্দিকী (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার(৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে সাগরে তলিয়ে যান সামাদ। প্রায় কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতার পর দুপুর ২ ঘটিকায় সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা ছিলেন।তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।দলটি মঙ্গলবার স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে।পরদিন(আজ )সকালে সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানার কারণে সামাদ গভীর পানিতে ডুবে যান।তার সঙ্গীরা তীরে উঠলেও তিনি আর ফিরে আসেননি।

ঘটনার পরপরই কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সমুদ্রে প্রায় ২ ঘণ্টা খোজার পরে সামাদের মরদেহ উদ্ধার হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রুমান হাওলাদার জানান,ছেলেটি ডুবে যাওয়ার পর থেকেই পুলিশ,স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন মিলে সমুদ্রে খোজাখুজি করে,প্রায় ২ ঘণ্টা পরে ছেলেটির মরদেহ উদ্ধার হয়েছে।

ঘটনার বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন,আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ তার সঙ্গীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়