কল্যাণ বড়ু্য়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পৌরসভার প্রানকেন্দ্র অবস্থিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি ।বিদ্যালয়ের নতুন ভবনের কাজ কয়দিনের প্রবল বর্ষনে সারা মাঠ অনেকটা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। একদিকে শিক্ষার্থীদের ভোগান্তি অপরদিকে ২৯ জুলাই মঙ্গল চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর আগমন ঘিরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার রাতে সে কাদাযুক্ত মাঠে তৈরি করা হয় ইট বালি দিয়ে তৈরি একটা রাস্তা । যে রাস্তা পার হয়ে অনায়াাসে ক্লাসে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দে উৎফুল্লা হয়ে পড়ে ।
এদিকে বিদ্যালয়ে জয়িতা কর্ণার ও ভেনডিন মেশিন উদ্বোধন ,চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর আগমন, ক্লাসে কাঁদাহীন যাওয়ার নতুন সড়ক সব মিলিয়ে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীদের অন্যরকম সময় পার করে বলে জানান শিক্ষার্থী রোকসানা, আবিদা, কাজল সহ আরো অনেকে। তাদের দাবী বৃষ্টি হলে এ মাঠ দিয়ে হাটা চলা দুস্কর হয়ে পড়ে অন্তত ডিসি আসার সুবাদে হলেও অন্তত হাটার ব্যবস্থা টা হল । আমরা ডিসি স্যারকে দাবী জানিয়েছি পুরো মাঠ টা যত ইট বালি দিয়ে হাটার এবং খেলার উপযোগী করে তুলে।
এ ব্যাপারে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ বলেন, স্কুলের মাঠটি নিচু ও কাঁদাযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে সীমাহীন ভোগান্তি হচ্ছে । বিগত দিনে বেশ কয়েকবার বালি দিয়ে সংস্কার করা হলে ও বৃষ্টিতে ধোঁয়ে মুছে চলে যায় । স্কুলের নতুন ভবনের কাজ শেষ হলে চলাচলের জন্য সুবিধাজনক ভাবে রাস্তা করার উদ্যোগ ছিল ।
একদিকে স্কুলের নতুন ভবনের কাজ শেষ অপরদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়ের আগমনে প্রশাসনের সহযোগিতায় কিছু কাজ হয়েছে । অনেক অভিভাবক ডিসি স্যার কে অনুরোধ করেছে স্কুল মাঠটি সংস্কার করার জন্য । তিনি সেটার ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস প্রদান করেন ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হিসাবে উপজেলার যে কোন শিক্ষা প্রতিষ্টানের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব ও কর্তব্য । তারই নিরিখে স্কুলের শিক্ষার্থীদের জন্য এ রাস্তা করা হয়েছে । ডিসি স্যার ও আসলেন সে বিদ্যালয় পরিদর্শনে । আগামীতে এ বিদ্যালয়ের পুরো মাঠ যাতে কাঁদামুক্ত তার জন্য পদক্ষেপ নেওয়া হবে তিনি জানান । এদিকে শিক্ষার্থীদের হাঁটার সুবিধা ডিসি মহোদয়ের আগমনকে ঘিরে নাতারাতি রাস্তা করাকে অনেকে ভিন্ন ভাবে নিলেও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সীমাহীন খুশি বলে অভিমত ব্যক্ত করেন ।