শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় ৫৬ লক্ষ টাকার চোরাচালান পন্য উদ্ধার, আটক ২

হাসমত আলী, দামুড়হুদা(  চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দামুড়হুদা, দর্শনা থানার ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকায় অভিযান চালিয় ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা,সন্সিডিল,হেরোইন,ভায়াগ্রা ট্যাবলেট,চায়না দুয়ারীজালসহ বিভিন মালামাল মিলিয়ে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার চারাচালানপণ্য জব্দ করেছে। 

২৩ জুলায় থেকে ৩০ জুলাই এরমধ্য এসব মালামাল জব্দ করা হয়।এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, আজ বুধবার (৩০জুলাই) দুপুর তিন টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৩ জুলাই থেকে আজ ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চারাচালানবিরাধী অভিযান চালিয়ে ১০.কেজি ৮৩৪গ্রাম ভারতীয় দানাদার রুপা,১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রিপিস, ২০ কেজি পেয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী,২টি মাবাইলফান এবং আরও অন্যান্য চারাচালানপণ্য জব্দ করা হয়। এসময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গার দামুড়হুদা,দর্শনা থানা এলাকা ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মুল্য ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকা। অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়