এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।
২৪ শে জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি মামলায় ২জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।