শিরোনাম
◈ পলাতক আ.লীগের নেতাদের জমি বিক্রির হিড়িক: টাকা পাচার হচ্ছে দুবাই, কানাডা, ইউরোপে! ◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ছয় পরিবহনকে জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয় পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি পরিবহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। 
 
রবিবার (২৫ মে) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং ইনসানা তানজীন ইকো। আদালত ৬টি পরিবহন থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। 
 
আদালত সূত্রে জানা যায়, জেলা পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন সড়কে গতকাল শনিবার থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু করেন জেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার বাইপাস সড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ বাজিয়ে যাওয়ার সময় ৬টি পরিবহনকে শব্দ দূর্ষন নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ আইনে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ছয়টি পরিবহন থেকে নিষিদ্ধ হর্ণ জব্দ করে আদালত। 
 
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল ও ইনসানা তানজীন ইকো। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদ হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
এ ব্যাপারে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ছয়টি পরিবহনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়