মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৯শ' রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এর আয়োজনে এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প (বেঙ্গল ক্যাভ্যালরি)।
সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ জানান, চিকিৎসা ক্যাম্পে গাইনী, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। একজন সিভিল ও ৪ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। এদের মধ্যে গাইনী রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর শামসুন নাহার, চক্ষু রোগীদের ডা. মালিহা নাওয়ার, মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর মশিউর রহমান ও মেজর মঞ্জুরুল করিম এবং শিশুদের চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন অনন্যা রহমান। এসময় সেনাবাহী চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন শেখ আরমান হোসেন হৃদয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পেইন কর্মসুচি চলে।