শিরোনাম
◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা ◈ তিন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন : প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টার কাছে দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত (ভিডিও) ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ও তিন উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির ◈ প্রধান উপদেষ্টার কাছে এনসিপির ৫ দাবি (ভিডিও) ◈ যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: গভর্নর ◈ অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ ◈ এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি-রপ্তানি নীতির পুন:মূল্যায়ন জরুরি: ঢাকা চেম্বার ◈ আমি চাই মেসি ও রোনালদো এক‌ই দ‌লে খেলুক : ফিফা সভাপতির কথায় তোলপাড় নেটদু‌নিয়া ◈ রান্নাঘরের অজগর সাপ, আঁতকে উঠলেন বাড়ির গৃহিনী

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার

শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় থানা পুলিশ পৌর সদরের উত্তর বিজয়পুর, লাখেরাজ কসবা ও টিখাসার মহল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা ও এক মহিলা নেত্রীকে শনিবার গ্রেপ্তার করেছে। ওই দিন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশীর এলাকার স্থানীয় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী হিসেবে টিখাসার এলাকা থেকে গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, উত্তর বিজয়পুর মহল্লা থেকে নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬নং ওয়ার্ড শাখার সভাপতি সোহরাব হোসেন ও লাখেরাজ কসবা থেকে নিষিদ্ধ সংগঠন মহিলা লীগের উপজেলা শাখার নেত্রী ছবি বেগমকে শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজার এলাকায় আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চলতি বছর ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে শুক্রবার রাতে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়