মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের তিনটি শীর্ষ রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সবাই প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, “সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সব দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানানো হয়েছে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাই সময়ের মধ্যে নির্বাচনকে সমর্থনে আছে। এনসিপিও একই সময়ের কথা বলেছে।
'এনসিপি ও জামায়াত বলেছে, বর্তমানে দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই।'
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন এ মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, দেশে সংকটের কিছু হয়েছে কিনা জানি না। তবে সব দলের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য জোরালোভাবে বলা হয়।
বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল রাত সাড়ে ৭টার দিকে বৈঠকে অংশ নেয়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
একই বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে এসব দলের বৈঠক রাজনৈতিক পরিবেশে সমঝোতার বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।