শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ০১:৩৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি

মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিং আর সমীর রিজভির ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে এবারের আইপিএল যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ ম্যাচে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ফাফ ডু প্লেসি, কারণ নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস ৮ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

মুস্তাফিজুর রহমান ছিলেন বল হাতে দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। তিনি আউট করেন প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং এবং মার্কো জ্যানসেনকে।

পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫৩ রান করেন। জশ ইংলিশের ব্যাট থেকে আসে ১২ বলে ৩২ রান। তবে ইনিংসের সবচেয়ে মারমুখী ছিলেন মার্কাস স্টোইনিস। মাত্র ১৬ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের রান দুইশ পার করাতে সাহায্য করেন তিনি।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভালোই ছিল। কেএল রাহুল ও ফাফ ডু প্লেসি গড়েন ৫৫ রানের উদ্বোধনী জুটি। রাহুল ৩৫ ও ফাফ ২৬ রান করেন। তিনে নামা করুণ নায়ার করেন ২৭ বলে ৪৪ রান। মাঝের ওভারগুলোতে পাঞ্জাবের বোলারদের চাপে রানের গতি কিছুটা কমে এলেও শেষ কথা বলেন সমীর রিজভি।

রিজভির ব্যাটে আসে ম্যাচ জেতানো ইনিংস। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে প্লে-অফে যাওয়ার সুযোগ না থাকলেও জয় দিয়েই এবারের আইপিএল শেষ করল দিল্লি। অন্যদিকে, এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুযোগ হারাল পাঞ্জাব কিংস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়