শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়টি সিম কেনা যাবে নিজের নামে, জানালো বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন এক সিদ্ধান্তে জানিয়েছে, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিজের নামে নিবন্ধন করতে পারবেন। এর আগে এই সংখ্যা ছিল ১৫টি।

শনিবার বিটিআরসি সূত্রে এ তথ্য জানা যায়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় নিরাপত্তা এবং দেশের আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি জানায়, সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ হয়ে যেতে পারে। গ্রাহকদের মধ্যে যারা ১০টির বেশি সিম ব্যবহার করছেন, তাদের অতিরিক্ত সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালের অক্টোবরে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০২২ সালে ১৫টির বেশি সিম ডিরেজিস্টার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এবং লটারির মাধ্যমে অতিরিক্ত সিম বন্ধও করা হয়। এবার সেই সীমা আরও কমিয়ে আনা হলো।’

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে মোবাইল অপারেটরদের ওপর কিছুটা চাপ পড়লেও জাতীয় নিরাপত্তা এবং সিম ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

বিটিআরসি জানিয়েছে, নতুন সীমা কার্যকর করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে এবং গ্রাহকদের এ বিষয়ে পর্যাপ্ত সময় ও নির্দেশনা দেওয়া হবে। উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়